Teamপ্রশিক্ষণকালীন সুবিধা
১) নিজস্ব তত্বাবধানে, নিরিবিলি পরিবেশে ও কম খরচে সি.সি টিভি দ্বারা নিয়ন্ত্রিত ছাত্র-ছাত্রীদের নিরাপদ আবাসন ব্যবস্থা । ২) সহজ কিস্তিতে উন্নয়ন ফি ও টিউশন ফি জমাদানের সুবিধা। ৩) আধুনিক এবং যুগোপযোগী যন্ত্রপাতি সম্বলিত ডিজিটাল ক্লাসরুম ও ল্যাব। ৪) মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। ৫) শিক্ষার্থীদের ক্লিনিক্যাল প্রাকটিসের জন্য সরকারী হাসপাতাল মনোহরদী, সদর হাসপাতাল নরসিংদীতে প্রেরণ এবং বাংলাদেশের বিভিন্ন কর্পোরেট হাসপাতাল পরিদর্শণ। ৬) জব ফেয়ার এর মাধ্যমে কোর্স শেষে চাকুরী প্রদানের নিশ্চয়তা।অন্যান্য প্রশিক্ষণ
১ আত্নরক্ষা প্রশিক্ষণ ।
২ ডিবেটিং এর জন্য ডিবেট ক্লাব ।
৩ নৃত্য, গান, অভিনয় প্রশিক্ষণ ।
৪ ভাষা উন্নয়নের জন্য ল্যাংগুয়েজ ক্লাব ।
৫ নার্সিং সম্পর্কিত বিভিন্ন ট্রেনিং এণ্ড ওয়ার্কশপ।
নার্সিং কাউন্সিলের ভর্তি পরীক্ষায় পাস করলেই যত্ন নার্সিং ইনস্টিটিউটে ভর্তি হতে পারবেন।
→ এসএসসি ও এইচএসসির মূল সনদপত্র ও মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট (মার্কশিট)
→ ৬ কপি সত্যায়িত ছবি (পাসপোর্ট সাইজ)
→ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র
→ মূল নাগরিক সনদপত্র
হ্যাঁ লাগবে , নাগরিক সনদপত্র, জন্মসনদপত্রের চার কপি করে সত্যায়িত কপি। সাথে অবশ্যই অভিভাবকের ২ কপি পাসপোর্ট সাইজ ছবি রাখবেন । কারন কোন কোন প্রতিষ্ঠান চেয়ে বসতে পারে।
ছেলে মেয়ে ভর্তি ফি ভিন্ন, দয়া করে যত্ন নার্সিংয়ের এডমিশন ডিপার্টমেন্টে যোগাযোগ করেন।
কিভাবে যত্ন নার্সিং ইনস্টিটিউটে পৌছানো যাবে
ইটাখোলা- কটিয়াদী রোডে মনোহরদী বাসস্ট্যান্ড থেকে ৩০০ মিটার
ভেতরে। গাজীপুর- চালাকচর রোডে সম্রাট পরিবহনে সরাসরি যাতায়াতের সুবিধা।
বিপরীতে), হাসপাতাল রোড, মনোহরদী, নরসিংদী।
01730787163