- January 4, 2022
- zatnonursing
- 0
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল বিএনএমসি মােবাইল সিম সরবরাহ বিজ্ঞপ্তি
নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠানে অভিন্ন যোগাযোগ রক্ষার্থে বিনামূল্যে একই কোডের টেলিটক সিম বিতরন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নার্সিং এর শিক্ষার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল বিএনএমসি।
বিজ্ঞপ্তিটি নিম্নরুপঃ
(মােবাইল সিম সরবরাহ সংক্রান্ত)
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধিভুক্ত সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত পর্যায়ে সকল নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে দাপ্তরিক যােগাযােগের লক্ষ্যে (২৪ ঘন্টা সক্রিয়হটলাইন) অভিন্ন সিরিয়ালের কর্পোরেট টেলিটক প্রিপেইড মােবাইল সিম আবশ্যিকভাবে ব্যবহারের জন্য কাউন্সিল অফিস হতে বিনামূল্যে সরবরাহ শুরু হয়েছে। কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় প্রতিষ্ঠানের পাশাপাশি বর্ণিত নম্বরের সিম (প্রতিটি প্রতিষ্ঠানের একটি সিম) জরুরি ভিত্তিতে নিজ দায়িত্বে সংগ্রহের জন্য অনুরোধ করা যাচ্ছে।আগামী ০৬ জানুয়ারি ২০২২ খ্রিঃ মধ্যে কাউন্সিল থেকে মােবাইল সিম সংগ্রহের জন্য প্রতিষ্ঠানের পক্ষে অধ্যক্ষ/নার্সিং শিক্ষককে যথাযথ প্রক্রিয়ায় দায়িত্ব অর্পন পূর্বক নিম স্বাক্ষরকারি বরাবর দাপ্তরিক পত্রসহ প্রেরণের জন্য অনুরােধ করা যাচ্ছে।সিম ব্যবহারের নিয়মাবলি/শর্তাবলীঃ
(১) এই সিম সার্বক্ষনিক সক্রিয় রাখতে হবে;
(২) সিম প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় অধ্যক্ষগণ। দাপ্তরিক কাজে ব্যবহার করবেন;
(৩) এই সিম দিয়ে ব্যবহৃত সামাজিক যােগাযােগ মাধ্যমে (ফেইসবুক) নিয়ম বহির্ভূত কোন কর্মকান্ড চালানাে আইনত দন্ডনীয়;
(৪) এই সিমের মাধ্যমে গােপনীয় ও জরুরি ক্ষুদে বার্তা, ইউজার আইডি, পাসওয়ার্ড ইত্যাদি প্রেরণ ও সংরক্ষিত থাকবে বিধায় ব্যবহার সীমিত রাখতে হবে;
(৫) অধ্যক্ষের বদলী/অবসর বা যে কোন পরিবর্তনের ক্ষেত্রে নতুন দায়িত্ব পালনকারি অধ্যক্ষের নিকট সিম হস্তান্তর
বাধ্যতামূলক। বিষয়টি স্ব-স্ব প্রতিষ্ঠান কর্তৃপক নিশ্চিত করবেন।
(৬) উক্ত শর্তাবলীর ব্যত্যয় ঘটিলে কাউন্সিল ক্ষেত্রমতে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নিতে অধিকারী হবেন।
বিজ্ঞপ্তি টি দেখুনঃ